শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নাসিরাবাদ জামিয়া মিসবাহুল উলূম বড় মাদরাসার পরিচালক, আল্লামা শাহ আব্দুল জাব্বার দা.বা. দেশের বৃহৎ কওমী শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ এর কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার বাদ মাগরিব (২৯ ডিসেম্বর) আলেম মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরী আল্লামা শাহ আব্দুল জাব্বার এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধিত আল্লামা আব্দুল জাব্বার বলেন, এই দায়িত্বের যোগ্য আমি নই, দেশের শীর্ষ মুরব্বিরা আমি না’চিজকে যোগ্যমনে করে এই দায়িত্ব অর্পন করেছেন।
সকলের নিকট একান্তভাবে সকলের নিকট একান্তভাবে দু’আ কামনা করছি বোর্ড কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে যেন পালন করতে পরি।
সকলের সহযোগিতা ও সিদ্ধান্তের আলোকে যোগ্য দায়িত্বশীলদের মাধ্যমে সাংগঠনিক কমিটিগুলো ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরী বলেন, এবার হয়তো বেফাকের সাংগঠনিক কাঠামোতে বিপ্লব সাধিত হবে।