মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল হায়দার টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও অন্যান্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে ফজলুল হক জোয়ারদার আলমগীর (যুগান্তর) সভাপতি এবং রফিকুল হায়দার টিটু (মানবজমিন) সাধারণ সম্পাদক। এছাড়া সহ সভাপতি পদে ফখর উদ্দিন ইমরান (নয়াদিগন্ত), নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা) যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান (যায়যায়দিন), সহ সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু (সিএনএন বাংলা টিভি, দিনকাল), সহ সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম (দৈনিক আজকের দেশ), কোষাধ্যক্ষ দর্পন ঘোষ (বাংলাদেশের আলো), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের(ময়মনসিংহ প্রতিদিন), দপ্তর সম্পাদক আতিকুর রহমান কাযিন (খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খাইরুল ইসলাম (দৈনিক গণমুক্তি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদ বিন জালাল (আজকের পত্রিকা), নির্বাহী সদস্য মো. মোবারক হোসেন (এশিয়ান টিভি), মো. এখলাছ উদ্দিন (বিজয় টিভি) নির্বাচিত হয়েছেন।
২০২৩-২৪ মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মাসুম বিল্লাহ তাহের, ওবায়দুল্লাহ আকন্দ ভূবন ও মো. খায়রুল ইসলাম।
ইউনিটির সাধারণ সদস্যগণ হচ্ছেন- আজিজুল হক জোয়ারদার (নয়া শতাব্দী),মিজানুর রহমান (আজকালের খবর),সাইদুর রহমান নাঈম ( দৈনিক দেশবাংলা ),মিয়া মোহাম্মদ সিদ্দিক (দ্যা মেইলবিডি),মো. আল আমিন (বিজনেস বাংলাদেশ),মো. সাইফুল ইসলাম ( বাংলাদেশ টুডে)।