এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে নতুন কুড়ি কিন্ডার গার্টেনের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ ঘটি কার সময় মধ্যনগর উপজেলা সদরে নতুন কুড়ি কিন্ডার গার্টেনের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে , শিক্ষক বিধান চন্দ্র ও শিক্ষিকা বন্যা সরকারের যৌথ সঞ্চালনায় উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১( ২২৪-সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
নতুন কুড়ি কিন্ডার গার্টেনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন দিক নিয়ে আলোচনা ও বিজয়ের মাস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যঅন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন অত্র স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরিফুর রহমান খান,উপদেষ্টা জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া আলোচনা সভা শেষে শুভ উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।