দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : ঘাত প্রতিঘাত অতিক্রমের মাধ্যমে জমকালো আয়োজনে উদযাপিত হলো নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রথম বর্ষপূর্তি।এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আয়োজনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সমিতির এক বছরের নানা কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুন রণবীর। এরপর শুরু হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুর রাশিদ, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ.কে.এম. ইয়াহিয়া, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আলম সরকার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু,
সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর ও সিনিয়র সাংবাদিক কে.এম.সাখাওয়াত হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার কলি।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে বদলে দিতে পারে। দুর্গাপুর সাংবাদিক সমিতি সুন্দরভাবে এগিয়ে চলছে। এটি আরো বেশি অগ্রসর হোক।

সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম,নির্ভয়ে সামনে এগিয়ে যেতে দুর্গাপুর সাংবাদিক সমিতিকে প্রেরণা দিচ্ছি,সাহস দিচ্ছি। এই সংগঠন একদিন ময়মনসিংহ বিভাগের মধ্যে একটি মডেল সংগঠন হবে বলে আশা রাখি।

এ.কে.এম.ইয়াহিয়া বলেন, সাংবাদিকরা লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন। দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্যবৃন্দের প্রতি আহ্বান থাকবে তারা আরো বেশি সমাজের অবহেলিত বিষয়গুলো লেখার মাধ্যমে তুলে ধরবে।

এমদাদুল হক আলম সরকার বলেন, সংকটে, সম্ভাবনায় আমরা দুর্গাপুর সাংবাদিক সমিতিকে পাশে পেয়েছি। এই সংগঠনের এগিয়ে যাওয়া আরো মসৃণ হোক।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে এক ঝাঁক নিবেদিত সংবাদকর্মী নিয়ে এক বছর আগে যাত্রা শুরু করা দুর্গাপুর সাংবাদিক সমিতি নিয়মিত রিপোর্টিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচিও বাস্তবায়ন করেছে। সাংবাদিকদের এই সংগঠনের সদস্যবৃন্দ প্রতিনিয়ত সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, সাংবাদিকতায় উৎকর্ষ সাধনে নানা কার্যক্রম করে চলেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version