দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত জাতীয় সংসদের সংসদীয় আসন-৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোট আগামী ৪ জানুয়ারি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ভোটের এই নতুন তারিখ ঘোষণা করে।

ভোটের বাকি আর ৮ দিন। তবে ভোটের মাঠে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি প্রার্থীদের প্রচার-প্রচারণা নেই বললেই চলে। আওয়ামী লীগের ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে তবে অন্য ৩ প্রার্থীর কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে না। প্রার্থীরা প্রচার মাইক বের করে দিলেও ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন না।

অতীতে দেখাগেছে নির্বাচন মানে উৎসবের আমেজ ও টান টান উত্তেজনা। কিন্তু এখন চিত্র ভিন্ন ধরনের। সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে নেই কোন উৎসাহ উদ্দীপনা। ভোট এখন নাড়া দেয় না সাধারণ মানুষদের মাঝে। ফুলছড়ি উপজেলার সাধারণ ভোটার কাবিল উদ্দিন বলেন, ‘সেইদিন সকালে ভোট দিয়া, কাজ করতে গেছি। বিকাল বেলা মানুষের মুখে ও টিভির খবরে শুনি ভোট বন্ধ হয়ে গেছে। আবার সেদিন শুনি ৪তারিখে ভোট হবে, এবার ভোট দিতে যাবো কিনা সেটা নিয়ে ভাবতেছি।

সাঘাটা উপজেলার সাধারণ ভোটার মন্ডল মিয়া বলেন, বাবা আমার বয়স হইছে এখন হাটা চলা করতে সমস্যা হয়। তারপরও আমি সেদিন সকালে ভোট দিতে গেয়েছি এবং লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। কিন্তু বিকালে এলাকার মানুষের মুখে শুনি ভোট বন্ধ হয়ে গেছে। নতুন ভোটের তারিখের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, এতকষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দরকার নেই বাবা।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টি (জাপা’র) মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল), বিকল্পধারা বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন আলহাজ্ব নাইদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)। উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী প্রচারণা নেই তেমন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মাতামাতি থাকলেও সধারণ মানুষের মাঝে নেই কোন উৎসাহ, কোথাও নেই ভোটের হাওয়া।

ইতিমধ্যেই ভোট কারচুপির আশঙ্কায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা নাগাদ বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলা ১০টি ও ফুলছড়ি উপজেলা ৭টি মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসন গঠিত। ফুলছড়ি উপজেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৬৭৩ জন ভোটার ও সাঘাটা উপজেলায় ২ লাখ ২৫ হাজার ৭০ জন ভোটার। দুই উপজেলা মিলে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলের রাব্বী মিয়া’র মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version