তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন স্থান বাইক্কা বিল টানা নয়দিন দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে। শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটনের দর্শনীয় ও আকর্ষণ কেন্দ্র।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ জানান, জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৬ ডিসেম্বর) থেকে আগামী ৩রা জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাইক্কা বিল সকল দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এই তথ্য জানিয়েছেন বলে জানান সেলিম আহমদ। এই সময় বাইক্কা বিলে না যাওয়ার জন্য দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে।
মৌলভীবাজারে টানা ৩ দিনের ছুটিতে ২০ হাজার পর্যটক পর্যটন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ।