এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর ) মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাজেদুল হাসানের সভাপতিত্বে ও মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হক।
এছাড়াও উপস্থিতি ছিলেন ,বীরমুক্তি যোদ্ধা আব্দুর জব্বার, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু,মধ্যনগর থানার এসআই শামীম আহমেদ,মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ,সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, আতিক ফারুকী, আল আমিন আহমেদ, অমৃত জ্যোতি,আশরাফ উদ্দিন হিল্লোল, দৈনিক প্রচেষ্টা নিউজ ২৪ এর সম্পাদক ও দৈনিক এই বাংলা প্রত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা মাদকের বিভিন্ন খারাপ দিক নিয়ে আলোচনার পাশাপাশি বলেন,বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারব।