জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শীতকালীন ছুটি উপলক্ষ্যে পাচঁ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী রবিবার পহেলা জানুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ৫ জানুয়ারি বৃহস্পতিবার।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, শীতকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ০১.০১.২০২৩ ইং হতে ০৫.০১,২০২৩ ইং তারিখ পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।
অফিস আদেশে আরো বলা হয় বিশ্ববিদ্যালয় শীতকালীন ছুটি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ পানি, বিদ্যুৎ, পরিবহন, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজীর রীতি চালু থাকবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কগণ সংশ্লিষ্ট কাজের যথাযথ তদারকি করবেন।