আল নোমান শান্ত
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় জয়নাল আবেদীন মৃধা (৭০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। (২৫ ডিসেম্বর) রোববার রাতে উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন আরোহী। নিহত জয়নাল আবেদীন একই ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের মৃত হোসেন আলী মৃধার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রাতে স্থানীয় একটি মসজিদের সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। যাওয়ার পথে হঠাৎ পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সফিউল আলম জানান,দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন আরোহী। সেটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। এবং লাশটি হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে।