এ,এম স্বপন জাহান মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে খ্রিষ্টান ধর্মালম্বী অনুসারীদের একাধিক স্থানে বড়দিন আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হয়েছে।২৫ডিসেম্বর প্রথম প্রহরে শুভ সূচনা আরাধনা এবং গ্রন্হাদি পাঠ রোববার দিবসে পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতায় ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়।গির্জা পরিচালক টি ডব্লিউ এসোসিয়েশনের চেয়ারম্যান তারীনী আজিম ও সহযোগীদের পরিচালনায় আনন্দ আমেজ, বাদ্যযন্ত্রে গানবাজনা, দূরদূরান্ত থেকে আগত ভক্ত স্বজনাদির কুশল বিনিময়, ভোজনাদির মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।
উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃনুরনবী তালুকদারের সাথে কথা বলে জানা যায়-ইছামারী,বাঙ্গালভিটা,কাইতাকোনা,রামনাথপুর সহ আটটি স্পটে বড়দিনের অনুষ্ঠান উপভোগ করেন খ্রিষ্টান ধর্মালম্বীগন।কীর্ত্তণ,প্রার্থনা,গান বাজনার মাধ্যমে কোন রকম বিশৃঙ্খলার ছোয়া লাগেনি। এবং সকলের সহযোগিতায় ধর্মীয় আচারানুষ্ঠান সম্পাদিক হয়েছে।
আনুষ্ঠানিকতার সার্বিক তত্বাবধানে শিমন চিছাম,এনজিও জাম কাউন্সিলের চেয়ারম্যান নিহার তুজু,ইতিহাস তজু,জ্যাম সং তিসিং,আলেক চিসাম,নেবেন্দ,গজেন্দ্র মাংকিং সহ ধর্মীয় ও সামাজিক ব্যাক্তিত্বগণ উপস্থিত ছিলেন । প্রশাসনিক দায়িত্বে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স দায়িত্বরত অবস্থায় নিয়োজিত ছিলেন।