তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে সহস্রাধিক ইয়াবা ট্যাবলেট সহ মখলিছ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউপি’র রবিরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মখলিছ পৃথিমপাশা ইউপির গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।
থানা পুলিশের সূত্রের বরাতে জানা যায়, কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আবদুল আলিম, এএসআই তপন দেব, তাজুল ইসলাম, রায়হান, রুমান মিয়া ও নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় পৃথিমপাশা ইউপি এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে পৃথিমপাশা ইউপির রবিরবাজারস্থ আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট সংলগ্ন থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মখলিছকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মখলিছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত সে অনেক দিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছিল। আগামীকাল সোমবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।