লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
শনিবার (২৪শে ডিসেম্বর) লালপুর ও বড়াইগ্রাম উপজেলার দুটি কেন্দ্রে একযোগে ধুপইল হাইস্কুল ও বনপাড়া মডেল হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী সংখ্যা ৩০০ জন ছিল। পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে ছিলেন শামীম ইকবাল।
২০১৯ সাল থেকে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবছর এই ধরনের বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে।
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা তালিকায় উর্ত্তীণদের নগদ অর্থ, সনদপত্র, ক্রেষ্ট, ও বই উপহার দেওয়া হয়ে থাকে।
সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষা ফাউন্ডেশনের সহসভাপতি মোঃ আব্দুল কাদের ও অর্থ সচিব মোঃ সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান। তারা জানান, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধাবী ছাত্র ছাত্রী সংগ্রহ করে তাদের আর্থিক সংকট দুর করে সামনে পথচলা সুগম করতে সবসময় সচেষ্ট থাকবে।