ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যেদিয়ে কালকিনি উপজেলার সবচেয়ে বড় সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম এ রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সোহরাফ হোসেন কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) সেক্রেটারি আরিফ মিয়া।
সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি সোহরাফ হোসেন কিরন, ঋণ কমিটির মোঃ রেজাউল করিম, পর্যবেক্ষণ কমিটির জীন্নাত আলী খন্দকার।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ আঃ মন্নান লোটাস, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, মাদারীপুর জেলা কালব ম্যানেজার আব্দুল আওয়াল, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুল হক, সাবেক সেক্রেটারি আঃ মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য সোহরাফ মোল্লা, কোষাধ্যক্ষ এনামুল হক জুয়েল, সদস্য মোঃ সালাম মুন্সী, এস এম শহীদুল ইসলাম, মোঃ বাদশা মিয়া, মনির হোসেন, মোহাম্মদ আলী মিয়া, ঝণ কমিটির সভাপতি রেজাউল করিম, সম্পাদক মিজানুর রহমান,সদস্য রফিকুল ইসলাম শিপন, পর্যবেক্ষণ কমিটির সম্পাদক মোঃ মিয়াজ উদ্দিন সরদার, সদস্য মোঃ জাহাঙ্গীর কাজী, শিক্ষা কমিটির সম্পাদক মোঃ এনামুল হক মুজাম, সদস্য ওয়াহিদ মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।