রুহুল আমিন (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ২৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় ভবানীপুর-সাফারী পার্ক রাস্তায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নাজমুল হোসেন (২৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।সে ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া সিরাজুল ইসলাম এর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নাজমুল হোসেন মোটরসাইকেল চালিয়ে বাঘের বাজার কর্মস্থলের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় ও শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে এসে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান-এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।