আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ও দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পৌর শহরের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আকাশ এন্টারপ্রাইজ “ঢাকা মেট্রো ট-১৮৬৬৫৬চ্নাম্বারের এই ট্রাকটির বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার বিরিশিরি থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ট্রাকটি কাচারি মোড় নামক স্থানে এলে হঠাৎ মূল সড়ক থেকে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ডুকে যায়। এ-সময় মোটরসাইকেলে বসে থাকা মোটরসাইকেল মালিক দ্রুত সরে যাওয়ায় ও দোকানের মালিক কর্মচারী ভিতরে অবস্থান করায় কেউ আহত হননি।
এ নিয়ে দোকান মালিক আবু সাঈদ জানান, দূর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করেন। থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও জানান, আমি এবং আমার কর্মচারীরা দোকানের ভিতরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের জিনিস পত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মালিক মো. সেলিম মিয়া জানান, দোকানের সামনে আমি মোটরসাইকেলটি দাঁড়া করানো মাত্র পিছন দিক থেকে বেপরোয়া ট্রাকটি দোকানের দিকে আসতে দেখে আমি দ্রুত সরে যাওয়া আমার জীবন রক্ষা পেয়ে যায়। তবে আমার মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায় এ নিয়ে কোনো ক্ষতিপূরণ পায়নি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, তারা নিজেরাই এটি মিটমাট করে নিবেন। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি।