দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জনের ওপরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এসকেবেটর মেশিনের চালক মো. রায়হান।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, মাদারীপুর  সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেএসবি ব্রিকসসহ ১১টা ইটের ভাটা পরিবেশের নিয়ম নীতি তোয়াক্কা না করে পরিচলনা করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে একটি দল পাঁচখোলা এলাকার জেএমবি ব্রিকসে অভিযান চালায়। এ সময় জেএমবি ব্রিকসের মালিক সোবাহান ফকিরের নেতৃত্বে ভাটার কয়েশ শ্রমিক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জন। এ সময় একটি এসকেবেটর মেশিন (ভেকু) ভাঙচুর করা হয়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিবস, জেএসবি ব্রিকস-২, আনোয়ান খান ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসে দেড় লাখ টাকা জরিমানা করে মোট সাড়ে ১৬ লাখ টাকা আর্থিক জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।

অভিযানে নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, হামলায় পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতরা সবাই চিকিৎসা নিয়েছেন। এবিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version