মাহমুদুর রহমান রনি (বরগুনা): বরগুনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নিহত হয়েছে।
গত বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে দুই মটরসাইকেল চালক ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাদেরকে নিকটস্থ বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার উভয়কেই উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। মাথায় মারাত্মক আঘাত নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে বরগুনা জেলা আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন মারা যান।