আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
বেনাপোলে চুরি হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারি সহ চোরচক্রের দুই সদস্য মোমিন ও দেলোয়ারকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বুধবার সকালে বেনাপোল বাজারের একটি গ্যারেজে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার (১৮ ডিসেম্বর) যশোর সদরের বোলপুর এলাকা থেকে ইজিবাইকে ভাড়া নিয়ে আসেন মুনতাজ আলীর ছেলে রফিকুল ইসলাম।
এসময় সে গাড়ি দাড় করিয়ে বাজারে ঢুকেছিলো বাজার করতে। পরে এসে দেখে গাড়ি নাই। বুধবার সকালে সে জানতে পারে বেনাপোল বাজারে তার ইজিবাইকটি যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে। পরবর্তীতে তিনি পোর্ট থানা পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ৫টি ব্যাটারী সহ অটো বাইকটি উদ্ধার করে।
এসময় বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কাগজ পুকুর গ্রামের মোমিন ও দেলোয়ার নামে দুজন আসামীকে আটক করে। আটক মোমিন কাগজ পুকুর গ্রামের কওছার আলীর ছেলে এবং দেলোয়ার একই গ্রামের রবিউলের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, আটক আসামীদের বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।