তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে সুমা মালাকার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে দেওগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুমা ঐ গ্রামের এই বিমল মল্লিকের স্ত্রী।
কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায, সুমা সকাল ১০টার দিকে বাড়ির পুকুরে গােসল করতে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় বাড়ির লােকজন খোঁজাখুঁজি শুরু করে। এক সময়ে পুকুর তাকে দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃৃহবধূ সুমাকে মৃত ঘােষণা করেন ডা:।
এই বিষয়ে জানতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুস ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গৃহবধূ সুমা মৃগী রোগী ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা দায়রা করা হয়েছে।