নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ২দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি ও সম্ভাবনা যন্ত্রগুলো প্রদর্শন করে।
বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
প্রধান অতিথি মোঃ শহীদুল ইসলাম বকুল বক্তৃতায় বলেন স্কুল কলেজ শিক্ষার্থীরা তাদের মনন শক্তি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো আগামী প্রজন্মের জন্য নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক জিনিস আবিষ্কার করে দেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
সরকার স্কুল কলেজের শিক্ষার্থীদের আবিষ্কার বিষয়ক কাজ করার জন্য সবরকম সহযোগিতা করে থাকে। বিজ্ঞান মেলার মাধ্যমে তথ্য প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের মেধাবী বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা।
প্রধান অতিথি বক্তব্য শেষে বিজয়ী স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান, লালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মাজেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এসকেন্দার মির্জা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু, রোকুনুল ইসলাম লুলু প্রমুখ।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে ১ম স্থান অধিকার করে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল, ২য় স্থান অধিকার করেন করিমপুর সরকারী উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করে আব্দুলপুর সরকারী কলেজ, ২য় স্থান অধিকার করেন লালপুর ডিগ্রী কলেজ ও ৩য় স্থান অধিকার করেন গোপলপুর ডিগ্রী কলেজ।