এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর সদরে ২০০০সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান অনির্বাণ আদর্শ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ডিসেম্বর ১১টার সময় অনির্বাণ আদর্শ বিদ্যালয়ের কক্ষে অনির্বাণ সমবায় সমিতি’র কার্যকরী পরিষদের সভাপতি করেন গোপেশ সরকার।প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা দুলা রানী পুরকায়স্থের সঞ্চালনায়,বিশিষ্ট জনের উপস্থিততে ফলাফল ঘোষনা করার পুর্বে বিদ্যালয় ও ছাত্র/ছাত্রীদের সমস্যা তুলে ধরা হয়।
উপস্থাপিত সমস্যাগুলোর সমাধানের উদ্যোশে মা ও অভিবাবকদের মতামত লিপিবদ্ধ করেন পরিচালনা পার্ষদ।এবং বার্ষিক পরীক্ষা নার্সারী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত ফলাফলা ঘোষনা করেন প্রধান শিক্ষক সুষেন তালুকদার।
এসময় বক্তব্য সহ উপস্থিত ছিলেন সমবায়ের সাধারণ সম্পাদক বিকাশ তালুকদার,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্ত্রী,সুবল চন্দ্র তালকদার,সাবেক ইউপি সদস্য উপান্দ সরকার,গোলাম ছয়ফুল প্রমুখ।