নীলফামারীতে কম্বলের নিচ থেকে পাওয়া গেলো শিশু হাফিজার মৃত্যুদেহ
এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে কম্বলের নিচে আটকে হাফিজা আক্তার নামে চার মাস বয়সী এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (২০/ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা যায় ।মৃত্যু শিশুটি হামিদুল ইসলামের মেয়ে।
জানতে চাইলে অত্র ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া জানান, সকাল ৬টার দিকে শিশুটির বাবা হামিদুল ইসলাম ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায় এবং মা সাদেকা বেগমও রান্নাবান্নার কাজে যায়। রান্না শেষে মা সাদেকা বেগম ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পরে রয়েছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।