ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়ন থেকে নকল দেশি বিদেশি স্ট্যাম্প বিক্রয় কারী চক্রের আরো ১ জনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) ডিমলা থানার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে তিনি আটক হন।মামলা নং ১২ তারিখ ১১/১১/২২ ইং ধারা ৪২০/ ৪৬৫/ ৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ পেনাল কোড রুজু হয়।
আটকৃত আসামি নটাবাড়ি গ্রামের মৃত জহির উদ্দিন’র ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৫২)।
ডিমলা থানার ওসি(তদন্ত) বিশ্বদেব রায় জানান, ডিমলা উপজেলাসহ অন্যান্য এলাকায় কিছু লোক বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নকল সিলমোহর ও ভারত-পাকিস্তানী আমলের স্ট্যাম্প বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে বিশেষ অভিযান চালিয়ে এর পূর্বে ২০ এর ও অধিক বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে দেশি ১৬৫ টি সিলমোহর এবং ভারত, পাকিস্তানের রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, সোমবার দুপুরে আরো ১ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।