দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ জীবন সংগ্রামী নারী সমাজের সব বিপন্নতা ও প্রতিক‚লতাকে জয় করে জয়িতা নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এই ৫ সংগ্রামী নারীকে জয়িতা নির্বাচিত করেন। চলতি মাসের আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসাবে তাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। তারা হলেন-
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়িতা লাভলী আক্তার
অর্থনীতিতে সাফল্য অর্জনকারী উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে লাভলী আক্তার। তিনি বলেন যে, বয়সে খেলাধুলা ও পড়াশুনার পাশাপাশি স্বাধীন ভাবে বেঁচে থাকার কথা, তখনই আমার ঘারে মা বাবা সংসারের বোঝা চাপিয়ে দেন। আমার স্বামী সংসারও মধ্যবিত্ত। অভাব কাকে বলে স্বামীর সংসারে এস্ইে তা হাড়ে হাড়ে টের পাই। এসময় তাই জীবনের তাগিদেই অল্প সময়ে সংসার জীবনের যুদ্ধ শুরু হয়ে যায়। এর দুই বছর পরে সন্তানের মা হলাম সংগ্রাম আরও বেরে গেল। শুরু হলো জীবন সংগ্রাম। গ্রামের লোকের কাছ থেকে হাঁস মুরগী, গরু ছাগল বর্গা(আদি) নিয়ে লালন পালন করি এবং বিক্রি করে লাভের টাকা দিয়ে স্বামীকে সাহায্য করতে থাকি। তারপর এনজিও থেকে ঋণ নিয়ে গাভী পালন করে বাচ্চা বিক্রি করে সংসার চালাই এবং কিছু টাকা সঞ্চয় করি। তখন মনে হলো এভাবে টাকা জমিয়ে কিছু জায়গা জমি কিনে ঘরবাড়ি তৈরী করতে হবে। সংসারের প্রয়োজনের তাগিদে আমি সেলাই এর কাজ শিখি এবং একটা সেলাই মেশিন ক্রয় করে সেলাইয়ের কাজ শুরু করি। এরপর নিজেই আরও কয়েক জন নারীকে সেলাইয়ের প্রশিক্ষণ দেই। তারা উপার্জনের পাশাপাশি স্বাবলম্বী হয়েছে। আমি আমার গবাদী পশু পালন করে ঋণ গ্রহনের মধ্যে দিয়ে কিছু জমিজমা ও ঘর বাড়ী তৈরী করেছি। আল্লাহর রহমতে তেমন কোন ঋণদেনা নেই। এখন আমার ছেলে মেয়ে দুটোর পড়াশুনার খরচ চালাতে কোন ঘাটতি হয় না। আমার ছেলেকে আমি একটা সরকারী কাজের সু-ব্যবস্থা করাতে পেরেছি। মেয়ে ১০ম শ্রেণীতে পড়ে। সংসারের অর্থনৈতিক স্বচ্ছলতা আগের তুলনায় অনেক ভালো। আমাকে সবাই লাভলী দর্জি বলেই এলাকার সবাই চিনে। নিজের চেষ্টায় যে, এতদূর আসতে পেরেছি এটা আমার কাছে অনেক। আমিও চাই আমার মতো অন্যান্য নারীরাও এগিয়ে আসুক।

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সংগ্রামী জয়িতা সহিদা রুবি।
সাহিদা রুবি, উপজেলার আটাপুর ইউনিয়নের কাঁটাপুকুর গ্রামের দেওয়ান ইলিয়াস আলী মেয়ে। তিনি বলেন, চার ভাইবোন সংসারে তেমন সচ্ছলতা নেই বলে চলে। বাবার হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে আমাদের লেখাপড়া চলত। অভাবী সংসারের কারণে আমার নবম শ্রেনীতে অধ্যয়ন অবস্থাতেই বাবা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাতে আমি কান্নায় ভেঙ্গে পড়ি। বাবার অভাবের সংসার, আর বিশেষ করে পরিবারের লোকজন মনে করত মেয়েদের বেশি পড়িয়ে কি লাভ? তারা কিবা করতে পারবে? এতেও মনোবল হারালাম না। ভাবলাম জীবন তো ফুলশয্যার বিছানা নয়। বাবা মাকে বুঝালাম, আমার লেখাপড়ার খরচ তোমাদের দিতে হবেনা, আমি চালিয়ে নিব। থেমে গেল বিয়ের সিদ্ধান্ত। এরপর জীবন শুরু হলো সংগ্রাম করে বেঁচে থাকার লড়াই। সকালে কিছু ছাত্র এবং বিকালে কিছু ছাত্র নিয়ে শুরু করলাম টিউশনী করা। আর রাতে হারিকেনের আলোতে নিজের পড়াশুনা। এভাবে এস.এস.সি পাস করলাম প্রথম বিভাগে। বাবা, মাসহ প্রতিবেশির সকলেই খুব খুশি। তাদের খুশি দেখে আমার মনোবল আরো বেড়ে যায়। অনেক পরিবারে আমার মতো যারা আছে তাদের উৎসাহ দিলাম পড়াশুনা করার। আমি টিউশনী করতাম পাশা-পাশি এস.এস.সি, এইচ.এস.সি, ডিগ্রি পরীক্ষার্থীর খাতা ছবি অংকন করে দিতাম, যে টাকা পাইতাম সেটা দিয়ে আমার পড়াশুনা এবং প্রতিবেশী অসহায় মানুষের পাশে দাড়াতাম। অনেক অসহায় গরীব মা, বোনদের কে টাকা দিতাম তাদের কিস্তি দেওয়ার জন্য। পড়াশুনা এবং টিউশনীর ফাঁকে গণশিক্ষা স্কুল চালিয়েছি। তারপর ১ম বিভাবে এইচ.এস সি ও বি.এস.সি দ্বিতীয় বিভাগে। বাবা, মা সহ সবাই খুশি হলেন। অবশেষে বাবা তার শেষ সম্পদ টুকু বিক্রি করে বিয়ে দেয় এক লোভী পরিবারে। শুরু হয় আমার জীবনের নতুন অধ্যায়। বাবার সম্পদ বিক্রির টাকা আর শশুর বাড়ীর সহযোগীতায় আমার চাকুরী হয় শিক্ষকতায়। বাবা চাকুরীতে সহযোগীতা করলেন কিন্তু দিতে পারলেননা ঘর সাজিয়ে। এনিয়ে শুরু হলো স্বামী সংসারে আমার প্রতি অমানবিক আচরণ। শাশুড়ী আর ননদের ভৎসনা ও তিরস্কার শুনতে হতো প্রতিনিয়ত। সংসারের যাবতীয় কাজ আমার দ্বারায় করে নিত। এরপর যোগদান করলাম আমার কর্মস্থলে। শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে, মেয়েদের নিয়ে ভাবতে শুরু করলাম। কিভাবে ছেলে মেয়েদের কে পাঠদানে মনোযোগী করে তোলা যায় এবং ছেলো মেয়েদের কে প্রতিষ্ঠান মুখি করা যায়। এই চেষ্ঠা আমি চালিয়ে যাই প্রতিনিয়ত। কোন ছাত্র না আসলে প্রধান কে জানাই এবং আমি তার খোঁজ খবর নেই। কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়। এব্যাপারে প্রধানের সঙ্গে আলোচনা করে এবং মাদের কে তাদের সন্তানের জন্য সচেতন করার লক্ষে মা সবাবেশ আয়োজন করি। এছাড়া গ্রামের এবং পাশের শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে ডেকে কাজের উৎসাহ দিতাম। শিক্ষিত হলে চাকুরী করতে হবে এমনটা নয়। তাদরে কে বলতাম ছাগল এবং গাভীপালন, মুরগীর র্ফাম এবং মাছচাষ এসব এর মধ্যে দিয়ে বেকারত্ব দূর করতে হবে। স্বাবলম্বী হতে হবে। হতে হবে প্রত্যেক নিজেদের পরিবারের অবলম্বন। গরীব ও অসহায় মা, বোনদের পাশে দাড়াতাম। কোন বোন গর্ভবতী হলে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাতাম। আবার ডেলিভারির সময় হলে এ্যাম্বুলেন্স এ ফোন দিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে দিতাম। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ লক্ষ্যে কাজ করে যাই। কারণ আইন প্রয়োগ করে প্রতিরোধ করা সম্ভব নয়। তাই মা, বোনদের কে বুঝিয়ে সচেতন করে তুলি। গ্রামের মা বোনদের নিয়ে মাসে একবার আলোচনা সভা করি। কি করে পিছিয়ে পরা মা,বোনদের এগিয়ে নেওয়া যায় এবং তাদের বিভিন্ন পরামর্শ এবং উৎসাহ প্রদান করি। কোভিট-১৯ এর সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও গরীব মা, বোনদের পাশে দাড়িয়ে সাবান ও মাস্ক বিতরণসহ বিভিন্ন পরামর্শ এবং উৎসাহ প্রদান করেছি। এছাড়া আমার স্বামী বেকার হওয়ায় তাকে ভবিষ্যৎ গড়ার লক্ষে তাদের পাশেও রয়েছি। স্বপ্নছিল ছাদ বাগানের সেটাও সম্ভব করেছি। আমার ছাদ বাগানে দেশী, বিদেশী ফুলফল, ঔষুধী ও সবজির গাছ এখন ভরপুর। পরিশেষে বলবো চেষ্টায় আসে সফলতা আর অলসতায় আসে ব্যার্থতা। আমি আমার চেষ্টায় অনেক সফলতা অর্জন করেছি এবং সকলের মাঝে আমি অনেক ভাল আছি।

সফল জননী আমেনা খাতুন
আমি মোছাঃ আমেনা খাতুন অল্প বয়সে লেখাপড়ার মাঝেই বাবা আমাকে বিয়ে দেন। বিয়ের পর আমি পাঁচবিবি উপজেলার টিএনটি পাড়ায় স্বামীর সংসারে আসি। স্বামীর সংসারে অভাব অনটন তবুও আমি হাল ছাড়িনি। সং!সার জীবন বেছে নেই, আমাদের সংসার জীবনে ৪টি ছেলে মেয়ে হয়। প্রথমে হাসমুরগী পালন শুরু করি একটা সেলাই মেশিন নিয়ে বাড়িতে কাজ শরু করি। এভাবে ৪টি সন্তানকে লেখাপড়া করানো শুরু করি। সন্তানদের লেখাপড়া করাতে গিয়ে খায়ে না খেয়ে দিন পার করেছি। আমার স্বামীর তেমন কোন আয় রোজগার ছিলনা যা আয় করতো তা দিয়ে কোন রকম চলে যেত। কিন্তু আমার খুবই ইচ্ছা আমাদের যতই কষ্ট হউক ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব ইনশাল্লাহ। তাই আমি পেছনের দিকে না তাকিয়ে নিজেরা খেয়ে না খেয়ে বড় ছেলেকে ঢাকাতে লেখাপড়া করাই।সে বর্তমানে মাষ্টার্স শেষ করে বিদেশে চাকুরী করছে। ২য় ছেলে শেরেবাংলা কৃষি কলেজ থেকে পাশ করে উপ-সহকারী কুষি কর্মকর্তা হিসেবে জামালগঞ্জ হটিকালচারে চাকুরী করছে।১ম মেয়ে মাষ্টার্স শেষ করে ব্র্যাকে চাকুরী করছে জামাই ও ব্র্যাকের উদ্ধর্তন কর্মকর্তা পদে চাকুরী করছে। ২য় মেয়ে মাষ্টার্স শেষ করেছে এখন ও চাকুরী পায় নাই জামাই জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছে। আমাদের চার সন্তানকে মানুষ করতে গিয়ে শেষ সম্বল ছিল ৫ শতাংশ জমি সেটাও বিক্রি করেছি। তারপরও নিজেকে গর্ভবোধ করি নিজের কষ্ট সার্থক হয়েছে এবং আমি একজন সফল জননী।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন সংগ্রামী সফল নারী সাথী বেগম

মাত্র ১৩ বছর বয়সেই বিয়ে হয় উপজেলার এখলেছারের মেয়ে সাথী বেগমের। নিজের সংসার বুঝার আগেই ২ সন্তানের মা হই। এরই মধ্যে ব্র্যাক এনজিও থেকে ২০,০০০/- ঋণ নিয়ে তার স্বামী দুই সন্তানকে রেখে ঢাকায় চলে যায়। তাদের আর কোন খোঁজ খবর নেয় না। এসময় খুব অসহায় হয়ে পড়েন তিনি। সন্তানদের মুখে ভাত যোগাতে এবং কিস্তির টাকা যোগাতে কাজের খোঁজে বের হন। শুরু করেন মুরগীর ফার্মে কাজ। তিনি বলেন, সেখানে যা রোজগার হত তা দিয়ে কোনমতে চলত আমাদের জীবন। এরই মাঝে পরিচয় হয় এক হিন্দু ছেলের সাথে। তাকে মুসলমান বানিয়ে বিয়ে করি। কিন্তুু হিন্দু ছেলেকে বিয়ে করার কারণে সমাজের লোকজন আমাকে অনেক অপমান করে এমনকি আমাকে মারপিট পর্যন্ত করে। এবস্থায় অনেক কষ্ট সহ্যকরে স্বামীকে নিয়ে পাঁচবিবি ষ্টেশনের পাশে ভাড়া বাড়িতে থাকি। তারপর কিছুদিন পরে আমার স্বামী তার বাবা মার চাপে পড়ে আমাকে রেখে চলে যায়। শরু হয় আমার জীবনের আরেকটা কাহিনী। হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ১৫ দিন হাসপাতালে ভর্তি থাকি। অন্যের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে আমার স্বামীর কাছে ফোন করি । তারপরও আমার স্বামী আমার কাছে আসে না। নিরুপায় হয়ে ব্র্যাক অফিসে অভিযোগ করলে আমাদের মিমাংসা করে দেয়। তার কিছুদিন পরে আবার আমার স্বামী আমাকে অত্যাচার ও মারপিট করে তাদের বাড়ীতে চলে যায়। আমি তাদের বাড়ীতে খুঁজতে গেলে আমার শশুর আমাকে মারপিট করে তাড়িয়ে দেয় । আমি সেখান থেকে একা চলে আসি। তারপরও আমি নিজেকে মেনে নিয়ে মনে মনে ভাবি কি ভাবে আমি নিজের পায়ে দাঁড়াব। ব্র্যাক এনজিও থেকে ৩০,০০০/ টাকা ঋণ নিয়ে ষ্টেশনের পার্শে মুদির দোকান দেই। বর্তমানে আমি বিধাতার ইচ্ছায় দোকানে ভাল বেচাকেনা হয়। এখন আমি ভাল আছি।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা সংগ্রামী নারী আংগুর বেগম
সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখা আরেক সংগ্রামী নারী উপজেলার বাগজানা ইউনিয়নের মৃত সোলায়মান প্রামানিকের স্ত্রী আংগুরা বেগম।তিনি বলেন, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই আমার বিয়ে হয়। তখন বুঝিই নাই ১৮ বছরের নীচে বিয়ে হলে সেটাকে কি বিবাহ বলে এবং এর ক্ষতিকর দিক গুলো কি কি? বিয়ের পর শ্বশুর বাড়ি এসে দেখি আমার সংসার অনেক বড় । এত বড় এই পরিবারে নানা রকম সমস্যা। সেই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমার জীবনের আরেক পথ চলা শুরু করি। এই সংসারে সুখ দুঃখ নিয়ে চলতে থাকে আমার জীবন কাহিনী। এবস্থায় আমার সংসারে চার ছেলে মেয়ের জন্ম হয়। বে-সরকারী সেবা সংস্থা ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির গ্রাম পল্লী সমাজ নামক একটা সংগঠন । সেখানে নারীর ক্ষমতায়ন,সমাজ থেকে বাল্য বিবাহ দুর করা, মাদক কে না বলা ও বিভিন্ন সরকারী উন্নয়ন কর্মকান্ডের সাথে জরিত হয়ে নিজে স্বাবলম্বী হওয়া ও অন্যকেও স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয় গুলো জানতে পারি। এরপর সেখানে সভানেত্রী নির্বহই। সংগঠনে যুক্ত হওয়ার পরে বুঝতে পারলাম যে আমি বাল্য বিবাহের শিকার হয়েছি।
সমাজের আর কোন মেয়ে যেন বাল্য বিবাহের শিকার না হয় সেটি পল্লী সমাজের মিটিং গুলোতে বাল্য বিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করি এবং এতে বুঝতে পারলাম সমাজের জন্য ভাল কাজ করছি। এরপর এই কাজকে আরো প্রসারিত করতে সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য পদে নির্বাচন করে ২০০৫ সালে মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করেন । এভাবে আমি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতের শুরু করলাম। পরে ২য় বারের মত জনগন আমাকে আবারো নির্বাচিত করেন। ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি সমাজের অবহেলিত মেয়েদের সচেতনতা পরামর্শ দেই এবং বাল্য বিবাহ প্রতিরোধ,যৌতুক মুক্ত সমাজ,বয়স্ক শিক্ষা,যৌন হয়রানি প্রতিরোধে সমাজের অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের কে অনেক সহযোগিতা করেছি। নিজে যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণ নিয়েছি এবং সমাজের অসহায় অনেক নারীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি । তারা এখন নিজেরা হাঁস মুরগী পালন করে অনেক লাভবান হয়েছে। তিনি আরো বলেন, যখন নিজের সংসারে কাজ করে সমাজের মানুষের জন্য কাজ করতাম, তখন আমাদের সমাজের অনেক মানুষ এমনকি আমার পরিবারের মানুষ ও আমাকে অনেক বাজে কথা শুনাতো। কিন্তু আমার স্বামী সবসময় আমার পাশে ছিল। আমি মানুষের কথা কর্নপাত না করে নিজের উপর ভরসা করে নিজের মনের সাহস যুগিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি আমি যখন আমার সমাজটাকে পরিবর্তন করেছি। তখন সমাজের মানুষ এবং আমার পরিবারের মানুষ আর আমাকে খারাপ চোখে দেখে না এখন আমাকে সবাই সম্মান করে থাকে।
১৯/১২/২০২২ইং

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version