এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আলী হোসেন এর অবসর জনিত এক বিদায়ী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে আবেগ ঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক । বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া মাস্টার, সহকারী শিক্ষক আবু তালেব,সহকারী শিক্ষক হাবিব মিয়াও বিদায়ী শিক্ষক আলী হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ বিদায়ী শিক্ষক আলী হোসেন সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন চাকুরী কালীন সময়ে তিনি কর্ম দিবসে কখনই ছুটি কাটাননি, প্রতি বছর বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে তাকে নিয়মিত উপস্থিতির জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হতো। তিনি তার সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় বিদ্যালয় সভাপতি ও প্রধান শিক্ষকসহ সকলেই তার ভুয়সি প্রশংসা এবং দীর্ঘায়ু সুস্থ্য জীবন কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের ও প্রাক্তন শিক্ষার্থীের পক্ষ থেকে নানা উপহার দেওয়া হয়।