রংপুর বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: মুজিব শতবর্ষ, বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাফল্য পারিবার রংপুর পুস্পস্তাবক আলোচনা সভা অনুষ্ঠিত।
সাফল্য পরিবার এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, শিক্ষক সুমি আকতার ,টুসি আকতার ,নাসরিন আকতার ,রুপা বেগম ,নাসরিন নাজ। শিক্ষার্থী রিতা,আবির, রাইসা, সাবা, কারিমা, আবিরাহ, বৃষ্টি, সিয়াম প্রমুখ।
এছাড়াও সাফল্য একাডেমি, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ,ডাঃ হারুন স্মৃতি পাঠাগার এর সকল স্তরের সদস্য উপস্থিত ছিলেন।