মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ে জয়পুরহাটে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে,এম,এ মামুন খান চিশতী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহবায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
সেমিনারে উগ্রবাদে জরিত হওয়ার কারণ ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনফিডেন্সিয়া টিসি- ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।
তারিখঃ ১৮/১২/২০২২ইং