ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের চড় ডাঙ্গা মাঠ প্রাঙ্গনে এ ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। এদিন বিজয়ের মাসে নানা অনুষ্ঠান মালার মধ্যে বাড়তি আনন্দ জোগাতে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারও গ্রামবাসী আয়োজন করেছে ঘোড় দৌড়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগিরা। মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. মুজিবুল ইসলাম পান্না।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন চেয়ারম্যান শেখ শামসুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, সম্পাদক মো. সজিব মিয়া, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ