মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় কটিয়াদী পূর্বপাড়াস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয়পার্টির সভাপতি এডভোকেট মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাইদ আযাদ খোররোম ভূইয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কমর উদ্দিন ভূইয়া,যুগ্ন সাধারন সম্পাদক মো.শামসুদ্দিন,পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া,জাতীয় পার্টির নেতা ফজলুর রহমান,আঃ কাদির,মুর্শিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি,সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি আবু সাইদ আযাদ খোররোম ভূইয়া বলেন আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচন করিতে উপজেলা জাতীয় পার্টি ঐক্য বদ্ধ রয়েছে এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।