লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোপালপুরে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৬ই ডিসেম্বর ২০২২) বিকেল ৩টার সময় মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে শহীর মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল।
বিজয় মিছিল শেষে বক্তৃতায় এমপি বকুল বলেন, বিএনপি জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাই,কারন সরকারের উন্নয়ন দেখে তারা হতাশ হয়ে যাচ্ছে। কারন সামনে জাতীয় নির্বাচনে জনগণ তাদের আগুন রাজনীতির বিরুদ্ধে নৌকা মার্কায় ভোট দিবে।
স্বাধীনতার সুফল যখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তখন বিএনপি জামায়াতে সঙ্গে জোট বেঁধে দেশের মধ্যে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু বাংলার শান্তিকামী জনগণ তাদের প্রতিহত করবে। কারন আওয়ামী লীগ সরকার দেশে মেঘা প্রকল্প করে যোগাযোগ ব্যবস্হার অনেক উন্নয়ন করেছে।
পদ্মা সেতু করার ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের যোগাযোগ সহজ হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল করে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।
এছাড়াও বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এসকেন্দার মির্জা, গোলাম কাওসার, মোঃ আলাউদ্দিন, কামরুজ্জামান লাভলু, সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম জয়,মোঃ মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মখলেসুর রহমান, এবি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তোফা, কদমচিলান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনছারুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম লুলু, আকতার হোসেন, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার প্রমুখ।