লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৬ই ডিসেম্বর ) শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে।
সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও লালপুরের নানা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন, কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বকুল সংসদ সদস্য নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া)।
এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) দেবাশীষ বসাক, থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি,মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ লাবণী সুলতানা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
বেলা সোয়া ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) দেবাশীষ বসাক। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি,মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ লাবণী সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোয়ারুজ্জামান সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে বীরমুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন।