আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের সুচনা করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুগার্পুর পৌরসভা, বিএনপি, সিপিবি, উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটি, দুগার্পুর প্রেসক্লাব, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর
সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, নারীনেত্রী ও সংসদ সদস্য সহধর্মিনী কেমেলিয়া মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, ওসি শিবিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযার্য়ের শিক্ষাথর্ীরা
তাদের কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে পুরষ্কার বিতরণ করা হয়।