তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহাবুদ্দিন’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই অনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন।
থানা সূত্রে জানা গেছে, মামলা নং জিআর ১৯৭/১৬ (বিয়ানীবাজার) এর ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমলগঞ্জের বালিগাঁও এর বাসিন্দা মতি মিয়ার ছেলে মোঃ শাহাবুদ্দিন।
এ বিষয়ে জানতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় ৩ বছর সাজাপ্রাপ্ত এক আসামী’কে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।