চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযান এবং বেহুন্দি জালের ব্যবহার বন্ধে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে ৭৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়ে ধ্বংস করা হয়।
বুধবার দুপুরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রশাসন, দক্ষিণ চরমানিকা কোস্টগার্ড কন্টিজেন্ট ও র্যাব-৪ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল সহ সকল প্রকারের অবৈধ জাল ধ্বংস করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত এসব জাল ব্যবহারকারীকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান বলেন, মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বাড়লে জাটকাসহ সামুদ্রিক ও উপকূলীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা নষ্ট হবে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হবে।