মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি শূন্য আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন,এলাকার উন্নয়নের জন্যই আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িবাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনার এক পর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের আমজাদ হোসেন মাস্টারের বাড়ির উঠান বৈঠকে উপরোক্ত উক্তি ব্যক্ত করেন।
এসময় সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামশীল আরেফিন টিটু,সহ-সভাপতি হায়দার আলী, ওয়ারেছ আলী প্রধান,সাংগঠনিক সম্পাদক শাহ্ মোখলেছুর রহমান সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বোনারপাড়া শিমুলতাইড় গ্রামের ভোটার মশিউর রহমান জানান, জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমরা সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারছি।
এছাড়াও বাংলাদেশে অকল্পনীয় বড় বড় ব্রীজ, রাস্তাঘাট, নতুন নতুন এলাকায় রেল যোগাযোগ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যহত রয়েছে। কাজেই আমরা বর্তমান সরকারের মনোনীত প্রার্থী রিপন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ্।