দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নের ছিনাই নদীতে অবৈধভাবে জাল দিয়ে বাঁধ তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ৪টায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সময় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁধ উচ্ছেদ করা হয়। ৫০ মিটার মশারী জাল জব্দ করেন এবং ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, মদন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শাহনূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এস আই নূর মোহাম্মদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, হাওর অঞ্চলের মিঠা পানির দেশীয় মাছ রক্ষার্থে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।