স্টাফ রিপোর্টার : চলন্ত লুবেটের (ভেকু বহনকারী গাড়ি) ধাক্কায় প্রিয়া দাস (৬৫) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা বাজারে খাদ্য গোদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রিয়া দাস কলমাকান্দা উপজেলার মুক্তিরচর এলাকার মৃত অদৈত দাসের স্ত্রী। তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর আশ্রয়ন প্রকল্প এলাকার এনজিও থেকে আর্থিক সহায়তা নিয়ে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
বুকে আঘাতপ্রাপ্ত ও ডান পা ভেঙে যাওয়া আহত প্রিয়া দাসকে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফুল আলম বৃদ্ধ নারীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment