মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটার নিজলাঠিমারা গ্রামে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতার জেরে ২৫ শতাংশ জমির শীতকালীন সবজি গাছ কেটে ফেলেছে বড় ভাই রুস্তম আলীর।
মঙ্গলবার বিকেল ৫ টায় পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে করেন ছোট ভাই মারুফ মিয়া।মারুফ মিয়া পাথরঘাটা সদর ইউনিয়নের কদম আলী ছেলে ,তিনি পেশায় একজন কৃষক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় ভাই রুস্তম বিভিন্ন সময়ে নেশার জন্য টাকা নিতো। সর্বশেষ সোমবার রাতে আমার কাছে ৫ হাজার টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তখন আমাকে বিভিন্ন রকম হুমকি দেয়। এরপর মঙ্গলবার সকালে আমার ২৫ শতাংশ জমিতে রোপণ করা লাউ, শসা, পালন শাক সহ শীতকালীন চাষ করা সবজি কেটে নষ্ট করে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত রুস্তম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি রাগে কিছু গাছ কেটেছি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।