এ,এম স্বপন জাহান মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর সহ আশপাশ এলাকায় চলাচলকারী মোটরসাইকেল চালক ও যাত্রীদের নিরাপত্তার জন্য কঠোর হুশিয়ারীর সহিত সচেতনতার বার্তা পৌঁছে দিলো মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক’ফোর্স নিয়ে প্রতিটি স্ট্যান্ডের চালকদেরকে সচেতন করেন।
মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) দিবসব্যাপী কয়েকটি মোটরসাইকেল স্ট্যান্ডের চালকদের উদ্দেশ্যে যাত্রীসহ হেলমেট ব্যাবহার,অধিকযাত্রী বহন না করা,গাড়ীর কাগজাদি সঙ্গে রাখা,যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কেবল তারাই গাড়ী চালানোর দিকনির্দেশনা দেন।এর অন্যতা হলে প্রতিটি স্ট্যান্ডে পুলিশ চেকপোস্ট বসানো হবে,কাউকে ছাড় দেয়া হবে না।সকলি নিজেরা সচেতন হউন,অন্যকে সচেতন করুন। এসময় মাদক নির্মূলে মোটরসাইকেল চালকদের সহযোগিতাও চেয়েছেন তিনি।