সংসদে বিরোধী দলের এক সংসদ সদস্যকে কটূক্তি করে এবার ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
দেশটির সংসদ অধিবেশন চলাকালে এসিটি পার্টির নেতা ডেভিড সিমুরকে ‘অহংকারী’ বলে অভিহিত করেন জেসিন্ডা। খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, করোনা ইস্যুতে ডেভিড সিমুর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করেন। তার উত্তর দেওয়ার পর নিজের আসনে বসে পড়েন প্রধানমন্ত্রী জেসিন্ডা। বসার পর এ কটূক্তি করেন তিনি। তখনো মাইক্রোফোন বন্ধ না থাকায় সংসদে উপস্থিত সবাই সে মন্তব্য শুনে ফেলেন।
এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন ডেভিড সিমুর। পরে প্রধানমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পরিপ্র্রেক্ষিতে ক্ষমা চাইলেন জেসিন্ডা।
দূরদর্শী নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ৪২ বছর বয়সি প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দ্বিতীয় মেয়াদেও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিশ্বে তিনিই প্রথম সন্তান জন্ম দিয়েছেন।