কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর (বুধবার) শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে – সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ টা ২০ মিনিটে কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি, সকাল ১০ টা ৪০ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিল।
এদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে – সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টা ২০ মিনিটে বিজয় র্যালি, সকাল ১০ টা ৪০ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১ টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান সহ বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এছাড়াও, দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবন, উপাচার্য মহোদয়ের বাংলো, বিশ্ববিদ্যালয়ের গেইট ও সংলগ্ন পূর্ব প্বার্শের দেয়াল এবং হল সমূহের সম্মুখভাগে আলোকসজ্জা করা হবে।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর সকাল ৯.৩০ টার শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ৬টি বাস ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাব। ১৬ ডিসেম্বর সকাল ৯.৩০ টায় শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ৮টি বাস ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাবে। পরিবহন পুল উক্ত দুইদিন পরিবহনের বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।