রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের নাড্ডার মোড় হতে উড়িয়া ইউনিয়নের কাটাধারা বাজার হয়ে উড়িয়া ইউনিয়ন পরিষদ, মশামারী পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। যার প্রকল্পতিত মূল্যে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯২ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নাড্ডার মোড়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।
আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (এলজিডি) অফিসার রফিকুল ইসলাম, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা ও ঠিকাদার জুয়েল মিয়া সহ প্রমূখ।
উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ বলেন, বহু চেষ্টার পর আমি এই রাস্তাটি সংস্কার করতে সক্ষম হয়েছে। কোন ষড়যন্ত্রই আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরাতে পারবে না। সব সময় আমি আপনাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলইডি সড়ক বাতি লাগানো হবে।
এর পরে, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার হতে কেতকির হাট বাজার পর্যন্ত, পূর্ব চন্দিয়া তিন রাস্তার মোড় হতে একাডেমি রাস্তা তাতের গোলা মোড় পর্যন্ত, চন্দিয়া পাকা রাস্তা মধ্য হোসেনপুর তিন রাস্তার মোড় অপচ্ছন কসাইয়ে বাড়ী হতে ধনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, গজারিয়া ইউনিয়নের কাতলামারী আফজালুর রাব্বী মাদ্রাসা মোড় হতে নবাবগঞ্জ বাজার চৌরাস্তা পর্যন্ত, হাট ফুলছড়ি পাকা রাস্তা হতে দাখির মাদ্রাসার সামনে দিয়ে বাউসী মোহাম্মদ আলীর বাড়ী পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন।