এম এইচ রনি ,নীলফামারী জেলা প্রতিনিধি: ইন্টারনেটের আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ২ দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জিন্নাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, জলঢাকা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মহিউদ্দিন ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।
এসময় নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রধান অতিথি। শেষে বিজ্ঞান মেলায় বিজয়ী ৩টি প্রতিষ্ঠানকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এরমধ্যে ১ম স্থান অধিকার করে জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক), ২য় টেংগনমারী উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান পায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।