আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে শাপলা আক্তার (১৭) নামে এক কিশোরী ঘরের তিরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শাপলা আক্তার বড়চেগ গ্রামের রইছ মিয়ার মেয়ে।
জানা যায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সবার অজান্তে ঘরের তীরের সাথে রশি দিয়ে বড়চেগ গ্রামের কিশোরী শাপলা আক্তার আত্মহত্যা করে। এ সময় নিহতের মা আমজা বেগম পাশের বাড়িতে এনজিও সংস্থার ঋণের কিস্তি দিতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে মা ডাকা ডাকি করলে কোনো শাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা দিয়ে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে লাশ উদ্ধার করেন। তিনি জানান, মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে আত্নহত্যা করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।