আল নোমান শান্ত, দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভূক্তিমূলক উন্নতিচ্ এই প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ এর আয়োজনে,উপজেলা তথ্য ও প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় বর্নাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে একাডেমিক সুপারভাইজার মো.নাসির উদ্দিনের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যদেন আইসিটি কর্মকর্তা সামিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্যদেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেহের উল্লাহ,শিক্ষক আলতাবুর রহমান কাজল,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,বীর মুক্তিযোদ্ধা মোঃ তোতা মিয়া,প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর প্রমুখ।