আল নোমান শান্ত, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের আত্মজাগরণের লক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই বিতরণ শুরু করেছে জলসিঁড়ি পাঠাগার।
সোমবার ডন ভস্কো কলেজের শিক্ষার্থীদের মাঝে ভুর্তকি দিয়ে ১০ টাকায় বই বিতরণ করা হয়।
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে শিক্ষাথর্ীদের বই পাঠে আগ্রহ সৃষ্টির লক্ষে
ভর্তুকি দিয়ে দশ টাকা মুল্যে ‘‘রোড টু সাকসেস, টাইম ম্যানেজমেন্ট, থিংক এণ্ড
গ্রো রিচথথ শিক্ষাথর্ীদের আত্মন্নোয়নে ভূমিকা রাখার মতো এ ধরনের বইগুলো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন জলসিঁড়ি।
বিতরণ পুর্বে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক দীপক সরকার এর সঞ্চালনায় পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, ডন
বস্কো কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, প্রভাষক সিলভিয়া রহমান আকঞ্জি, পুলক কুমার বিশ্বাস, রাসেল স্ত্রু, সুরুজ আলী, প্রেসক্লাব সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সংস্কৃতিজন রাখী
দ্রং, কবি আল আমীন প্রমুখ।
ডন বস্কো কলেজের শিক্ষার্থী দানিয়েল রংদী ও ইতি রুখেং বলেন, দশ টাকায় বই
পেয়ে আমরা আনন্দিত। আশা করি বইগুলো আমার চিন্তার মান উন্নয়নে সহায়ক হবে।
জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক দীপক সরকার বলেন, নেত্রকোণা জেলার
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষাথর্ীদের উপযোগি এমন পঞ্চাশটি করে বই ভর্তুকি দিয়ে দশ টাকা মুল্যে বিতরণ শুরু করেছি। এ কাজে সকল কে সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি।