বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুরে ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের শূন্য পদের বিপক্ষে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করায় মাননীয় হাইকোর্টের সূত্র মতে বহালের আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
আজ (১২ ই ডিসেম্বর ২০২২) দিনাজপুর বিরামপুরে ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল সনু পদের আদেশের বিপক্ষে হাইকোর্ট রিট আবেদনের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট বিভাগ৪৬,০১৭,০২৭,০০,০০,০৩৬,২০১৪-৯৫১ নং স্বারকের প্রেক্ষিতে স্বপদে তার দায়িত্ব বহাল প্রদান করার জন্য অনুমতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উক্ত বিষয়ে দ্বায়িত্ব স্বপদে বহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান ওয়ার্ড মেম্বার গণ আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আমি হাইকোর্ট রিট মামলা করেছিলাম তার প্রেক্ষিতে আমি শপদে বহালের আদেশ পেয়েছি। সেই লক্ষ্যে আমি আজকে দ্বায়িত্ব গ্রহণ করেছি যাহা জনকল্যাণ সার্বিকভাবে আমি আমার দ্বায়িত্ব পালন করিব বলে জানান।