শরীয়তপুরের ডামুড্যায় চাঞ্চল্যকর ক্লুলেস মাসুম হত্যা মামলার প্রধান আসামী রাসেল ও তার সহযোগী শহীদুলকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে মাদারীপুর র্যাব ৮ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব জানান কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে. এম. শাইখ আকতার।
তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর শরিয়তপুরের ডামুড্যার বিশাকুড়ি এলাকায় ৩/৪ জন মিলে মাদক সেবনকালে কথা কাটাকাটির একপর্যায়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। পরে অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম কে শ্বাসরোধে পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরের মধ্যে ফেলে দেয়। ঘটনার দুইদিন পর বস্তাভর্তি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোঃ আজিজুর রহমান ওরফে মাসুমের স্ত্রী ফারজানা বাদী হয়ে ডামুড্যা থানায় হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহজনক মোঃ জাকির হোসেন রকি (৪০) নামের একজন কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে বস্তাবন্দি আজিজুর রহমান ওরফে মাসুম হত্যা মামলার প্রধান আসামী বিশাকুড়ি এলাকার আবুল হোসেন দেওয়ানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল (৪০) এবং তার সহযোগী মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে শহিদুল ইসলাম (৪১) কে রবিবার ঢাকার গুলশান ও মিরপুরে পৃথক অভিযানে তাদেরকে থেকে র্যাব ৮ গ্রেফতার করে।
তিনি আরোও জানায়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।