মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

২য় বারের মত পুরস্কার পাচ্ছে ক্ষুদে বিজ্ঞানী ভোলার ছেলে লাবিব

যা যা মিস করেছেন

মোঃতায়েফ তালুকদার :

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এর সর্বোচ্চ খেতাব জাতীয় পুরস্কারের জন্য ২য় বার মনোনীত হয়ে পুরস্কার পাচ্ছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃতি সন্তান ক্ষুদে বিজ্ঞানী মাহির আশহাব লাবিব।

আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নিজ হতে এ পুরস্কার প্রদান করবেন। এবারে তার আবিষ্কার এর বিষয় ছিল যাত্রীবাহি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধী ডিভাইস যাহা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য লাবিব গত বছর গ্যাস লিকেজ ডিটেকটর ডিভাইস আবিস্কারের জন্য একই মন্ত্রণালয়ের জন্য জাতীয় পুরস্কারে ভুষিত হয়। লাবিব বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও একই কলেজের প্রভাষক এ এইচ এম মোস্তফা কামাল স্যারের ছেলে। লাবিবের এই সাফল্যের জন্য এলাকায় আনন্দের বন্যা চলছে।

More articles

সর্বশেষ