পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে বখাটে সিএনজি চালক কামাল উদ্দিন (৩২)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) সন্ধায় কারাদন্ড দেয়ার পর বখাটেকে পরশুরাম থানার পুলিশের কাছে সপোর্দ করা হয়েছে। এর আগে বুধবার বিকালে পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এ আদেশ দেন। কামাল উদ্দিন উপজেলার মধ্যম চন্দ্রনা গ্রামের আবদুল মুনাফের ছেলে। তিনি বিবাহিত ও পেশায় সিএনজি চালক। ভোক্তভোগী পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চিথলিয়া ইউনিয়নর রাজেষপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে বিরতি দেওয়ার পর দুপুরের খাবার খেতে বাড়ীতে যাওয়ার পথে অভিযুক্ত কামাল উদ্দিন রাজেষপুর নামক স্থানে একা পেয়ে পথরোধ করে এবং উত্ত্যক্ত করে। ইভটিজিং এর শিকার ওই ছাত্রী বাড়ীতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে ছাত্রীর পিতা চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছে অভিযোগ দেন। চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি তাৎক্ষণিক ভাবে পরশুরাম থানার পুলিশকে জানালে পুলিশ স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে তাকে আটক করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সপোর্দ করা হয়। ইভটিজিংয়ের কথা স্বীকার করলে কামাল উদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, ইভটিজিং এর অপরাধ স্বীকার করায় ৫০৯ ধারায় তাকে দুই মাসের কারাদন্ত দেয়া হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment